ভালবাসা, সবার কাছেই অতি প্রিয় এক শব্দ। কেউ পেয়ে সুখি, কেউ পায়নি, কেউবা পেতে চায়, আবার কেউ পেয়ে হারিয়ে ফেলেছে। আপনার কাছে ভালবাসা মধুর কিংবা বিরহের যেমনই হোক না কেন, ভালবাসতে জানতে হয়। না হলে, সাধের ভালবাসা ধরা দিয়েও হারিয়ে যেতে পারে। ভালবাসাকে রাখতে হয় খুব যত্ন করে। ভঙ্গুর কাচের মতই খুব নাজুক ভালবাসা, পড়ে গেলে ভেঙ্গে যাবে। তাই যত্নে রাখতে হয় ভালবাসাকে , সবসময়। ক্ষণিকের ভুলের মাশুল অনেক বড় হতে পারে।
যদি জানতে চাওয়া হয়, ভালবাসা কি? এর উত্তর দেওয়া খুব কঠিন। বোধহয় পৃথিবীর সবথেকে কঠিন প্রশ্নগুলোর একটি। তবুও সহজ করে বলতে গেলে, ভালবাসা এক গভির বিশ্বাসের নাম, সোহাগের নাম। যে নাম সকল কলুষতা থেকে মুক্ত, এ যেন এক শান্তির ছায়া। যে ছায়ায় ভালবাসার মানুষকে বেধে রাখতে ইচ্ছে করবে সারাজীবন।
আপনি যখন কাউকে ভালবাসবেন তখন যতটা তার কাছ থেকে চাইবেন, তারথেকে অনেক বেশি আপনি দিয়ে ফেলবেন এবং তা আপনার অজান্তেই ঘটে যাবে। আপনি হয়ত বুঝতেও পারবেন না সেই মানুষটিকে আপনি কতটা ভালবাসেন। স্বার্থের কথা ভেবে ভালবাসা যায় না , কারন ভালবাসা বিবেকের নয় আবেগের বিষয়। আপনি জোর করে কাউকে ভালবাসতে পারবেন না, তবে যাকে আপনি পছন্দ করেন না তাকেও ভালবেসে ফেলতে পারেন। ভালবাসা যে কোন নিয়ম মানে না! আপনি তার জন্য এমন কাজ করে ফেলবেন যা অন্য কারো জন্য করতেন না। পরে হয়ত নিজেই অবাক হয়ে হাসবেন। ভালবাসায় অনেক শান্তি। ভালবেসে কেউ ফতুর হয় না। আর ভেবেচিন্তে ভালবাসা যায় না। তবে কারো ভালবাসা ধরে রাখতে চাইলে ভালবাসার সাধারন জ্ঞান আপানার মধ্যে থাকতে হবে।
ভালবাসার খুঁটিনাটি সব নিয়ে আলোচনা হবে এই ব্লগে। এটিই প্রথম পোস্ট তাই কথা না বারিয়ে পোস্ট করে দিলাম।
যদি জানতে চাওয়া হয়, ভালবাসা কি? এর উত্তর দেওয়া খুব কঠিন। বোধহয় পৃথিবীর সবথেকে কঠিন প্রশ্নগুলোর একটি। তবুও সহজ করে বলতে গেলে, ভালবাসা এক গভির বিশ্বাসের নাম, সোহাগের নাম। যে নাম সকল কলুষতা থেকে মুক্ত, এ যেন এক শান্তির ছায়া। যে ছায়ায় ভালবাসার মানুষকে বেধে রাখতে ইচ্ছে করবে সারাজীবন।
আপনি যখন কাউকে ভালবাসবেন তখন যতটা তার কাছ থেকে চাইবেন, তারথেকে অনেক বেশি আপনি দিয়ে ফেলবেন এবং তা আপনার অজান্তেই ঘটে যাবে। আপনি হয়ত বুঝতেও পারবেন না সেই মানুষটিকে আপনি কতটা ভালবাসেন। স্বার্থের কথা ভেবে ভালবাসা যায় না , কারন ভালবাসা বিবেকের নয় আবেগের বিষয়। আপনি জোর করে কাউকে ভালবাসতে পারবেন না, তবে যাকে আপনি পছন্দ করেন না তাকেও ভালবেসে ফেলতে পারেন। ভালবাসা যে কোন নিয়ম মানে না! আপনি তার জন্য এমন কাজ করে ফেলবেন যা অন্য কারো জন্য করতেন না। পরে হয়ত নিজেই অবাক হয়ে হাসবেন। ভালবাসায় অনেক শান্তি। ভালবেসে কেউ ফতুর হয় না। আর ভেবেচিন্তে ভালবাসা যায় না। তবে কারো ভালবাসা ধরে রাখতে চাইলে ভালবাসার সাধারন জ্ঞান আপানার মধ্যে থাকতে হবে।
ভালবাসার খুঁটিনাটি সব নিয়ে আলোচনা হবে এই ব্লগে। এটিই প্রথম পোস্ট তাই কথা না বারিয়ে পোস্ট করে দিলাম।